সাকিবের পর ইতিহাস গড়া মিরাজ, টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নতুন উত্থান


 বাংলাদেশ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ২ নম্বরে। টেস্ট ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স, বিশেষ করে ব্যাট এবং বল হাতে দারুণ অবদানই এনে দিয়েছে এই মর্যাদাপূর্ণ অবস্থান।

সম্প্রতি শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন মিরাজ। বল হাতে শিকার করেছেন গুরুত্বপূর্ণ উইকেট, আর ব্যাট হাতে খেলেছেন দলের প্রয়োজনে কার্যকর ইনিংস।

বাংলাদেশের ইতিহাসে এটি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে অন্যতম সেরা অর্জন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাকিব আল হাসানের উত্তরসূরি হিসেবে মিরাজ নিজেকে ধাপে ধাপে প্রমাণ করে চলেছেন। তাঁর এই উত্থান ভবিষ্যতের বাংলাদেশের জন্য বড় আশার প্রতীক।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে