হামজা চৌধুরীর চোখে যে জায়গায় বাংলাদেশ এগিয়ে ইংল্যান্ডের চেয়ে


 বাংলাদেশের ফুটবলের বর্তমান সময়ের অন্যতম সেরা আইকন হামজা চৌধুরী মাঠের ভেতরে ও বাইরে সমানভাবে আলোচনায়। জাতীয় দলে তাঁর যোগদানের পর থেকে ফুটবলপ্রেমীদের মাঝে নতুন করে আশার আলো জ্বালিয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রতিটি সফরে বাংলাদেশি ভক্তদের উষ্ণ ভালোবাসা ও আতিথেয়তায় সিক্ত হন তিনি।

আন্তর্জাতিক বিরতি শেষে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন হামজা। লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরুর অপেক্ষায় থাকা এই ফুটবলার সম্প্রতি লেস্টারের অফিসিয়াল অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া স্নেহ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন।

হামজার মতে, ফুটবলের মানে বাংলাদেশ এখনো ইংল্যান্ডের পেছনে থাকলেও ভালোবাসা ও আন্তরিকতায় দেশটি অনেক এগিয়ে। “আমরা যখন যুক্তরাজ্যে থাকি, তখনও ফুটবলার হিসেবে মনোযোগ পাই, কিন্তু সেটা বাংলাদেশে পাওয়া আন্তরিকতার ধারে কাছেও নেই। এমন ভালোবাসা একেবারেই অসাধারণ,” বলেন তিনি।

প্রথমবার দেশে এলে নিজের গ্রামে গিয়ে যে উচ্ছ্বাস পেয়েছিলেন, সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব বলেই মনে করেন হামজা, “সেখানে যে অভ্যর্থনা পেয়েছি, সেটা অবিশ্বাস্য। সতীর্থদের সঙ্গে এই অভিজ্ঞতা নিয়ে প্রায়ই কথা বলি। এমন ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে না।”

তিনি আরও জানান, এই মুহূর্তে ইংল্যান্ডে থাকলেও তাঁর মন পড়ে আছে বাংলাদেশেই। “অনেকের কাছে এটা হয়তো আবেগপ্রবণ শোনাবে, কিন্তু সত্যি বলছি, আমার হৃদয়ের বড় একটা অংশ ওখানেই রয়ে গেছে। সবাই কেবল ভালোবাসা আর ইতিবাচকতা ছড়িয়ে দেয়। এ এক অসাধারণ অনুভূতি,” যোগ করেন লেস্টারের এই মিডফিল্ডার।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে