৬ দফা দাবিতে রাস্তায় মাইলস্টোনের শিক্ষার্থীরা

 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। এর ফলে দিয়াবাড়ী গোলচত্বরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।


মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে মাইলস্টোনের শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে তারা লিখেছেন— ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘বিচার চাই বিচার চাই’, এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’।


এ সময় কলেজের ভেতর থেকে প্রশাসনের কয়েকটি গাড়ি বের হলে শিক্ষার্থীরা সেগুলো ঘিরে ধরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।


আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা কোনো সহিংসতা চান না, তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট। তাদের দাবি, “এত বড় দুর্ঘটনা ঘটলেও কেউ দায় নিচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এ অবিচারের বিচার চাই।”


শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ, আহতদের সঠিক তালিকা প্রণয়ন, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ বিমান অবসরে নেওয়া এবং প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।


উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মাত্র ১২ মিনিট আগে, দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছিল। দুর্ঘটনার পরপরই এতে আগুন ধরে যায়।


সর্বশেষ তথ্যানুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যাদের মধ্যে ২৫ জন শিশু। বাকি দুইজনের একজন পাইলট এবং অন্যজন কলেজের এক শিক্ষিকা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে