পেসারের ৯ উইকেটের বিশ্বরেকর্ড! মুশফিকের পেস আগুনে পুড়ল এইচপি

 


চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এইচপি দলকে (হাই পারফরম্যান্স) মাত্র ১৩১ রানে আটকে দিয়েছে বাংলাদেশ টাইগার্স। এই সাফল্যের মূল কারিগর ডানহাতি পেসার মুশফিক হাসান, যিনি ১৮ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। তাকে দারুণভাবে সহায়তা করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও তোফায়েল আহমেদ।


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ এইচপি। হাবিবুর রহমান সোহান ও ইফতেখার ইফতি মিলে ভালো শুরুর চেষ্টা করেছিলেন। তাদের ৩০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মুশফিক হাসান। ইনিংসের পঞ্চম ওভারে এই ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে বড় শট খেলতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১২ রান করা ইফতেখার।


এর কিছুক্ষণ পর হাবিবুর সোহানের উইকেটও নেন মুশফিক। তার লেংথ ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ওয়াইড লং অনে রাকিবুল হাসানের হাতে ক্যাচ দিয়েছেন ২৬ বলে ২৪ রান করা হাবিবুর।


তৃতীয় উইকেটে আরিফুল ইসলাম ও প্রিতম কুমার জুটি গড়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি। ১১ রান করে পেসার রিপন মণ্ডলের বলে আউট হয়েছেন প্রিতম। এরপর আহরার আমিন, অধিনায়ক আব্দুল্লাহ আল মামুনরা কেউই জ্বলে উঠতে পারেননি।


একপ্রান্ত অবশ্য আগলে রেখেছিলেন আরিফুল ইসলাম। যদিও ডানহাতি এই ব্যাটারকে হাফ সেঞ্চুরি করতে দেননি মুশফিক। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলা আরিফুল। শেষের দিকে আর কোনো ব্যাটার রানের দেখা না পাওয়ায় বাংলাদেশ এইচপি দল ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩১ রান তোলে।


বাংলাদেশ টাইগার্সের হয়ে মুশফিক হাসান ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া মৃত্যুঞ্জয় চৌধুরী ও তোফায়েল আহমেদ দুটি করে উইকেট শিকার করেছেন।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে