যুব ওয়ানডেতে দুর্দান্ত ফর্মে জাওয়াদ আবরার, ৪৭ গড়ে করেছেন ৬৬০ রান


 বাংলাদেশের তরুণ ব্যাটিং প্রতিভা জাওয়াদ আবরার যুব ওয়ানডে ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। এখন পর্যন্ত ৪৭.১৪ গড় ও ১০৫.৯৩ স্ট্রাইক রেটে তিনি করেছেন মোট ৬৬০ রান। বয়সভিত্তিক ক্রিকেটে এই পরিসংখ্যান তাকে পরিণত করেছে দলের নির্ভরযোগ্য ব্যাটারদের একজনে।

১৪ বছর বয়সেই আক্রমণাত্মক ব্যাটিং ও স্ট্রোকপ্লের কারণে আলোচনায় আসা আবরারের এই পারফরম্যান্স কেবল ভবিষ্যতের জন্য আশাজাগানিই নয়, বরং জাতীয় পর্যায়ের প্রস্তুতির ইঙ্গিতও দিচ্ছে অনেকের চোখে।

যুব পর্যায়ে ধারাবাহিকতার এই দৃষ্টান্ত সামনে রেখে ক্রিকেট বিশ্লেষকেরা বলছেন, সঠিক পরিচর্যা ও পথনির্দেশনা পেলে জাওয়াদ আবরার হতে পারেন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তারকা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে