টাইব্রেকারে হেরে কোপা আমেরিকার ফাইনালের স্বপ্নভঙ্গ আর্জেন্টাইন নারীদের

গত বছর পুরুষদের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার নারীদের দলকে সেই ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ দিয়েছিল কোপা আমেরিকার সেমিফাইনাল। কিন্তু ভাগ্যের সহায়তা পেল না তারা। ইকুয়েডরের কুইটোতে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র শেষে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় কলম্বিয়া।

শুরু থেকেই চাপের মধ্যে ছিল আর্জেন্টিনা। বল দখল এবং আক্রমণ দুই দিকেই এগিয়ে ছিল কলম্বিয়া, তবে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই। পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার করে জালে বল পাঠায়। শেষ মুহূর্তে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা গোল করলেও ব্যর্থ হন আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে, আর তাতেই নিশ্চিত হয় কলম্বিয়ার জয় ও ফাইনালে জায়গা।

এই জয়ের মাধ্যমে কলম্বিয়া শুধু ফাইনাল নিশ্চিত করল না, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ফুটবল ইভেন্টের টিকিটও কেটে ফেলল।

আর্জেন্টিনার বিদায়ে আর দেখা হবে না প্রতীক্ষিত ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। ২ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

মেয়েদের কোপা আমেরিকার এটি দশম আসর। এর আগে নয়টির মধ্যে আটবারই শিরোপা জিতেছে ব্রাজিল। কেবল ২০০৬ সালে আর্জেন্টিনা তাদের একমাত্র শিরোপা জিতেছিল। এবার যদি আবারও জেতে, তবে এটি হবে ব্রাজিলের পঞ্চম টানা শিরোপা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে