রোনালদোর প্রীতি ম্যাচেও গোল, প্রাক-মৌসুমেই জানিয়ে দিলেন ক্ষুধা এখনো মেটেনি


 বয়স ৪০ ছুঁই ছুঁই, পেশাদার ফুটবলে পার করেছেন ২৫টি মৌসুম। তবু পারফরম্যান্সের ক্ষুধা কমেনি ক্রিস্টিয়ানো রোনালদোর। সেটা প্রীতি ম্যাচ হলেও গোল করার তাড়না তার আজও অটুট।

গতকাল রাতে অস্ট্রিয়ার আন্টার্সবার্গ-অ্যারেনায় গ্রীষ্মকালীন প্রাক-মৌসুম সফরের ম্যাচে ফরাসি ক্লাব তুলুজের মুখোমুখি হয় সৌদি ক্লাব আল নাসর। ম্যাচটি ২-১ গোলে জিতেছে আল নাসর এবং যথারীতি গোলের খাতায় নাম লিখিয়েছেন রোনালদো।

ম্যাচের ৩৩তম মিনিটে ডান দিক থেকে আসা লম্বা ক্রসে ওয়ান টাচে দুর্দান্ত ফিনিশিং করেন পর্তুগিজ মহাতারকা। মুহূর্তটি অনেকের কাছেই রোনালদোর সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে। দ্বিতীয়ার্ধেও একবার গোলের কাছাকাছি গিয়েছিলেন রোনালদো, কিন্তু জোয়াও ফেলিক্সের সঙ্গে সমন্বয়ের অভাবে সুযোগটি হাতছাড়া হয়।

বিরতির পর মোহাম্মদ মারানের গোলে জয় নিশ্চিত করে আল নাসর। পুরো ম্যাচজুড়েই সক্রিয় ছিলেন রোনালদো—দূরপাল্লার কয়েকটি শট পোস্ট ছুঁয়ে চলে যায় বাইরে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বার্তা, ‘খিদে কখনো কমে না। এখনো অনেক কাজ বাকি। আমরা কেবল শুরু করলাম।’

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে ৩৫ গোল করেছিলেন রোনালদো। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত সৌদি ক্লাবটির সঙ্গেই থাকছেন তিনি। এখনো ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা না পাওয়ার আক্ষেপ তিনি যে দূর করতে চান, তা স্পষ্ট তাঁর বার্তায়।

আল নাসরের প্রাক-মৌসুম সফরের পরবর্তী ম্যাচ রোববার, লা লিগার দল আলমেরিয়ার বিপক্ষে স্পেনে। এরপর ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে মৌসুম শুরু করবে আল নাসর।

রোনালদো জানিয়ে দিলেন—বয়স কোনো বাধা নয়, শিরোপা জয়ের লক্ষ্যেই চলছে প্রস্তুতি।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে