উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


 রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। কলেজ ক্যাম্পাসে সন্তানদের খোঁজে ভিড় করেছেন অসংখ্য বাবা-মা ও স্বজনেরা। অনেকেই এখনো তাঁদের সন্তানদের খুঁজে পাননি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা দেড়টার কিছু আগে মাইলস্টোন স্কুলের দোতলা ভবনের প্রবেশমুখে বিমানটি আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আহত হয়েছেন অনেকেই, তবে সঠিক সংখ্যা জানা যায়নি।


জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একের পর এক অগ্নিদগ্ধ ব্যক্তিকে নেওয়া হচ্ছে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত সেখানে ২৮ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া কিছু আহতকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।


ঘটনাস্থলে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে।


অভিভাবক লাকি আক্তার বেলা তিনটার দিকে জানান, তাঁর দুই সন্তান মাইলস্টোন স্কুলে পড়ে। বড় সন্তানকে তিনি খুঁজে পেয়েছেন, কিন্তু ছোটটির কোনো খোঁজ পাচ্ছেন না। আরেক অভিভাবক ফেরদৌসী বেগম জানান, তাঁর মেয়ে এখনো ভেতরে আটকা রয়েছে এবং তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।


মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সবুজ মিয়া বলেন, দোতলা ভবনটিতে প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করা হয়। বেলা ১টার দিকে ক্লাস শেষ হয়েছিল। কিছু শিক্ষার্থী বেরিয়ে গেলেও অনেকেই তখনো অভিভাবকদের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।


দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিম হাসান সিয়াম বলেন, বিমানটি প্রজেক্ট-২ ভবনের সামনে পড়েছে। ভবনটির দুই তলায় মোট ১৬টি শ্রেণিকক্ষ এবং ৪টি শিক্ষকদের কক্ষ ছিল। দুর্ঘটনার কিছুক্ষণ আগে প্রজেক্ট-৭ নম্বর ভবনে বিমানটির ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয়েছিল। পরে তা প্রজেক্ট-২ ভবনের সামনে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়।


উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে