প্রথমার্ধে গোল মিসের মহড়ার পরও ৩-০ তে এগিয়ে বাংলাদেশ দল

 


সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথমার্ধে নিজেদের জাল অক্ষত রেখে শ্রীলঙ্কার জালে ৩ গোল দিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। 


শুক্রবার (১১ জুলাই) কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতেই ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন স্বপ্না রানী। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ ২-০ করে  মুনকি আক্তার।  


একসময় মনে হচ্ছিল প্রথমার্ধেই লঙ্কানদের গোল বন্যায় ভাসাবে বাঘিনীরা। মাঠ জুড়ে দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা পাচ্ছিলেন না স্বপ্না- রিতারা। সাগরিকা বেশকয়েকটি শট নিলেও গোল বারে লেগে ফিরে আসে বল। পুরো সময়টা লঙ্কান রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও গোল পাচ্ছিল না স্বাগতিকরা।


ম্যাচের মাঝের দিকে সেকেন্ড বার লক্ষ্য করে শট নেন সাগরিকা। কিন্তু দুর্দান্তভাবে তার শট রুখে দেন লঙ্কান গোলরক্ষক।  কর্নার পেলে বক্সে ভালো সুযোগ পায় অধিনায়ক আফিদা। তবুও বল জালে পাঠাতে পারেননি তিনি। 


শেষ দিকে বাংলাদেশের শট তালুবন্দি করতে না পারায় ফাঁকা বল পেয়ে যায় সাগরিকা। সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি। এরপর অফ সাইড থেকে বল জালে জড়ান সিনহা জাহান শিখা। শেষ পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে  থেকে বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে