সমর্থকের অপমানে আঘাতপ্রাপ্ত নেইমার, সান্তোস ছাড়ার ইঙ্গিত



 নেইমারের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসার গল্পটি এবার অপ্রত্যাশিত এক মোড় নিয়েছে। ইউরোপ ও সৌদি আরবের অভিজ্ঞতা শেষে নিজ দেশ ব্রাজিলে ফিরে আসা এই তারকা ফুটবলার সাম্প্রতিক এক ঘটনায় বেশ ক্ষুব্ধ এবং দুঃখিত হয়েছেন। সেই আঘাত থেকেই সান্তোস ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বুধবার রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে ইন্টারন্যাশনালের কাছে ২-১ গোলে হারে সান্তোস। অবনমন এড়াতে লড়াই করা দলের জন্য এই হার ছিল বড় ধাক্কা। শেষ দিকে নেইমারের একটি গোল বাতিল হলে হতাশা আরও বেড়ে যায়। ম্যাচ শেষে গ্যালারির এক উত্তেজিত সমর্থক নেইমারকে কটূক্তি করলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের মধ্যে। পরে সেই সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাইলেও নেইমার তাতে খুব একটা স্বস্তি পাননি।

ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করে নেইমার লেখেন,
“আমি সান্তোসে সাহায্য করতে এসেছি। কিন্তু যদি সমর্থকরা মনে করেন যে আমি অবদান রাখছি না বা ক্লাবের ক্ষতি করছি, তাহলে আমি নিজেই সরে যাব।”

ক্লাবে ফেরার পর থেকে ১৫টি অফিসিয়াল ম্যাচে নেইমারের নামের পাশে আছে চার গোল ও তিন অ্যাসিস্ট। ব্রাজিলিয়ান লিগে সাত ম্যাচে করেছেন মাত্র একটি গোল, যা তাঁর মানের একজন খেলোয়াড়ের জন্য প্রত্যাশার চেয়ে কম। পারফরম্যান্স নিয়ে সমালোচনা মেনে নিলেও ব্যক্তিগত আক্রমণ তাঁকে ব্যথিত করেছে।

তিনি আরও বলেন,
“পারফরম্যান্স নিয়ে সমালোচনার জবাব দেব না। তবে আমাকে ভাড়াটে সৈনিক বলা বা আমার পরিবারকে অপমান করা মেনে নেব না। দুঃখিত, কিন্তু আমিও মানুষ; কখনও কখনও নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে