হৃদয়কে বাদিয়ে, মিডল অর্ডারের যোগ্য উত্তরসূরি সাব্বির রহমানকে ফেরাচ্ছে বিসিবি

 


বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ব্যাটিং নিয়ে চলমান আলোচনায় নতুন করে নাম আসছে সাব্বির রহমানের। সমর্থক ও বিশ্লেষকদের মতে, বর্তমান ফর্ম আর অভিজ্ঞতার বিচারে সাব্বির হতে পারেন দলের জন্য উপযুক্ত একটি বিকল্প।

তৌহিদ হৃদয় প্রতিভাবান হলেও সাম্প্রতিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচগুলোতে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে গতি হারানো ইনিংস, চাপের সময় শট সিলেকশনে দ্বিধাসব মিলিয়ে ক্রমেই সমালোচনার মুখে তিনি।

অন্যদিকে সাব্বির রহমান সাম্প্রতিক ঘরোয়া টি-টোয়েন্টিতে ভালো ছন্দে আছেন। তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং অভিজ্ঞতা দলের মিডল অর্ডারে ভিন্নমাত্রা যোগ করতে পারে। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মানসিকতা, বড় ম্যাচের অভিজ্ঞতাসবই সাব্বিরের পক্ষে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, টি-টোয়েন্টি দল নির্বাচনে ফর্ম ও অভিজ্ঞতা দুটোই জরুরি। তরুণদের জায়গা দিতে হবে ঠিকই, তবে দলের ভারসাম্য রাখতে অভিজ্ঞ কাউকে বাদ রাখা ঠিক হবে না। আর সেই অভিজ্ঞ বিকল্প হিসেবে সাব্বির রহমান হতে পারেন দারুণ চমক।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে