গাজায় অবরোধের ভয়াবহতা-শিশুর অনাহারে মৃত্যু, সহিংসতায় লাশের সারি


 গাজায় ইসরায়েলের অবরোধ ও সহিংসতার মধ্যে অনাহারে মারা গেছে মাত্র ৩৫ দিন বয়সী এক নবজাতক। গাজা সিটির আল-শিফা হাসপাতালে শনিবার অপুষ্টিজনিত কারণে শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া।


তিনি জানান, “অপর্যাপ্ত খাদ্যগ্রহণে মৃত্যুবরণকারীদের মধ্যে এই নবজাতকও রয়েছে। আজ আমাদের হাসপাতালে অন্তত দুইজন অনাহারে মারা গেছেন।”

একই দিনে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ একাধিক হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণকেন্দ্রের সামনে খাদ্যের জন্য অপেক্ষারত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে। গাজার সিভিল ডিফেন্স জানায়, এই হামলা খান ইউনিসের দক্ষিণ-পশ্চিম ও রাফাহের উত্তর-পশ্চিমাঞ্চলে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-খালিদি আল জাজিরাকে বলেন, “তারা ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে। জিপ ও ট্যাংক আসতে দেখে আমরা পালাতে চেয়েছিলাম, কিন্তু তারা গুলি শুরু করে।” আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-বারবারি, যিনি নিজের চাচাতো ভাইকে হারিয়েছেন, বলেন, “এই ত্রাণকেন্দ্রগুলো আসলে মৃত্যু ফাঁদ। মানুষ শুধু খাবারের আশায় আসে, আর ফিরে যায় লাশ হয়ে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাবারের তীব্র সংকটে হাসপাতালের জরুরি বিভাগগুলো উপচে পড়ছে এবং অন্তত ১৭ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এ অবস্থায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের মহাসচিব জগন চাপাগাইন সতর্ক করেছেন, “গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। কারও যেন এক মুঠো খাবার সংগ্রহে প্রাণ দিতে না হয়।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে