মিরপুরের পিচ ধানক্ষেত বলে যার উপর ক্ষেপলেন বুলবুল
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে এবার স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অসন্তুষ্ট। যমুনা টিভিকে তিনি জানিয়েছেন, "মিরপুরের পিচ পাশ মার্কও পাবো বলে আমার মনে হয় না। যদি প্লেয়ারদের থেকে ভালো কিছু চাই, তার আগে আমাদের উচিত তাদের ভালো উইকেট দেওয়া।"
দীর্ঘদিন ধরেই মিরপুরের পিচ তার ধীরগতি এবং অসমান বাউন্সের কারণে সমালোচিত হয়ে আসছে। খেলোয়াড়রা প্রায়শই এই পিচে ব্যাটিং করাকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন, যা টি-টোয়েন্টি বা আক্রমণাত্মক ক্রিকেটের জন্য উপযুক্ত নয়। বিসিবি সভাপতির এমন সরাসরি মন্তব্য পিচ উন্নয়নের গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এল।
Comments
Post a Comment