রিয়ালে নতুন পরিচয়ে এমবাপ্পে বদলে যাবে জার্সি নম্বর


 রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের প্রথম মৌসুম ছিল একেবারেই দাপুটে। ৪৪ গোল করেও দলকে শিরোপা এনে দিতে না পারলেও জিতেছেন লা লিগার পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন বুট। নতুন মৌসুমে তার জন্য অপেক্ষা করছে আরেকটি বিশেষ সম্মান—রিয়ালের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।


স্প্যানিশ দৈনিক মার্কা-র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫-২৬ মৌসুমে এমবাপ্পে গ্রহণ করতে যাচ্ছেন ক্লাবের কিংবদন্তি লুকা মদ্রিচের ফাঁকা করে যাওয়া ১০ নম্বর জার্সি। গত মৌসুমে তিনি ৯ নম্বর জার্সি পরে খেলেছিলেন, যা এর আগে করিম বেনজেমার পরিচিতি ছিল। তবে ফ্রান্স জাতীয় দলের হয়ে বরাবরই ১০ নম্বরেই দেখা যায় এমবাপ্পেকে, তাই এই জার্সিটি তার কাছে বিশেষ তাৎপর্যের।


মদ্রিচ চলতি গ্রীষ্মে রিয়াল ছেড়ে যোগ দিয়েছেন এসি মিলানে, তার বিদায়ের পরই ১০ নম্বর জার্সিটি খালি হয়। মোনাকো থেকেই এই নম্বরের প্রতি এমবাপ্পের টান রয়েছে, ফলে নতুন মৌসুমে নিজের পছন্দের জার্সি পেয়ে তিনি উচ্ছ্বসিত।


গত মৌসুমে ‘এমবাপ্পে ৯’ লেখা জার্সি বিক্রিতে রেকর্ড গড়েছিল। এবার ‘এমবাপ্পে ১০’ বাজারে এলে বিক্রির নতুন উল্লম্ফন ঘটবে বলে আশা করছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। পাশাপাশি এটি এমবাপ্পের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।


বর্তমানে ছুটিতে থাকা এমবাপ্পে ৪ আগস্ট দলের অনুশীলনে ফিরবেন। ১৯ আগস্ট সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে রিয়ালের লা লিগা মৌসুমের প্রথম ম্যাচেই নতুন জার্সি পরে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে