"বাবার প্রথম বলেই ছক্কা হাঁকালেন নবীর ছেলে হাসান ইসাখিল"

ছেলের ব্যাটে বাবার প্রথম বলেই ছক্কা—আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দেখা গেল এমন এক বিরল মুহূর্ত। শপাগিজা ক্রিকেট লিগে মিস আইনাক নাইটসের হয়ে বোলিংয়ে এসেছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, ব্যাট হাতে বিপরীতে ছিলেন তাঁর ছেলে হাসান ইসাখিল। প্রথম বলেই বাবার ডেলিভারিটা পেয়ে সজোরে ব্যাট চালিয়ে ডিপ মিড উইকেটের ওপরে ছক্কা হাঁকালেন ইসাখিল।


শনিবার শুরু হওয়া পাঁচ দলের এই টুর্নামেন্টে গতকাল কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় নবীর দল মিস আইনাক নাইটস এবং ইসাখিলের দল আমো শার্কস। ম্যাচের সময় আমো শার্কসের রান ছিল ৮ ওভারে ২ উইকেটে ৬৬। ইসাখিল তখন ২৩ বলে ৩৪ রানে অপরাজিত। রাউন্ড দ্য উইকেট থেকে করা বাবার প্রথম বলটিই তাঁর পছন্দের স্লটে পড়ে। সুযোগটা কাজে লাগিয়ে বল উড়িয়ে দেন গ্যালারিতে।


ভিডিওতে দেখা যায়, ছক্কা খাওয়ার পর বিস্ময় নিয়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন নবী, আর ইসাখিল হেসে সঙ্গী ব্যাটসম্যান শহীদউল্লাহ কামালের সঙ্গে কথা বলেন। ধারাভাষ্যকাররাও মজা করে বলেন, ‘ভদ্রতা বলতে কিছু নেই! প্রথম বলেই বাবাকে বিশাল ছক্কা!’


নবীর সেই এক ওভারে গিয়েছিল ১২ রান। তবে শেষ পর্যন্ত ম্যাচের হাসি ছিল বাবার মুখেই—আমো শার্কসকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যায় মিস আইনাক নাইটস। ১৮ বছর বয়সী ইসাখিল করেন ৫২ রান, কিন্তু তাঁর আউটের পর দলটি শেষ ৮ উইকেটে মাত্র ৬০ রান যোগ করে ১৬২ রানে অলআউট হয়। নবী ৩ বলে ৬ রানে অপরাজিত থেকে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।


আফগান অলরাউন্ডার নবী দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখছেন জাতীয় দলে ছেলের সঙ্গে একসঙ্গে খেলার। ঘরোয়া ক্রিকেটে দারুণ শুরু করেছেন ইসাখিল—প্রথম শ্রেণির ক্রিকেটের চার ম্যাচে দুটি সেঞ্চুরি এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে চারটি ফিফটি তাঁর ঝুলিতে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকদের নজরে আসতে পারলে খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটে বাবার সঙ্গে খেলতে দেখা যেতে পারে তাঁকে।



 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে