শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টা ,ছাত্রলীগ কর্মী আটক
রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম সিয়াম সরকার (২২)। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী।
ডিএমপির তথ্যমতে, ভোর চারটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। তার সহযোগী রাফসান ঘটনাস্থল থেকে পালিয়ে যান; তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজনই পালানোর চেষ্টা করলে সিয়াম ধরা পড়েন। তার বিরুদ্ধে শ্যামপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Comments
Post a Comment