সাবেক তারকা হাবিবুল বাশার ও রাজ্জাকের নতুন যাত্রা: এবার ম্যাচ রেফারির ভূমিকায়


 বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এবার তাদের দেখা যাবে নতুন ভূমিকায়—ম্যাচ রেফারি হিসেবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


বিসিবির তত্ত্বাবধানে শুরু হয়েছে ভবিষ্যৎ ম্যাচ রেফারিদের গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা। আজ শনিবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ চলে, যা আগামীকাল রোববারও চলবে। এতে অংশ নিচ্ছেন হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকসহ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটাররা।


এ ছাড়াও বর্তমান অনেক ক্রিকেটার যেমন আরাফাত সানী, ইলিয়াস সানী, নাইম ইসলাম ও ফজলে মাহমুদও এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।


বিসিবি সভাপতি বুলবুল গণমাধ্যমকে বলেন,

"হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকদের মতো ক্রিকেটাররা ম্যাচ রেফারি হতে যাচ্ছেন। আমাদের লক্ষ্য এমন মানসম্পন্ন ম্যাচ রেফারি তৈরি করা, যারা শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করতে পারবেন।"


বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানান,

"যারা অংশ নিচ্ছেন তাদের অভিজ্ঞতা ও মান আমাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আগে ম্যাচ রেফারির অভাবে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখা যেত। এবার আশা করছি, অভিজ্ঞতার কারণে তারা আরও ভালো করবেন এবং আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য পাবেন।"


এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে