বিসিবি বস এর নতুন সিধান্ত টি-২০ দলে ১৩০ স্ট্রাইক রেটের নিচে ব্যাট করলেই দল থেকে বাদ
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে গতি আনতে নতুন এক মাস্টারপ্ল্যানের ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এখন থেকে টি-টোয়েন্টি দলে সুযোগ পেতে হলে ব্যাটসম্যানদের ১৩৫-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাটিং করতে হবে, এমন একটি শর্ত চালুর বিষয়ে আলোচনা চলছে।
মূলত, আইসিসির গেম ডেভেলপমেন্টের অংশ হিসেবে দীর্ঘদিন আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে কাজ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার হাত ধরেই আজকের আফগানিস্তান ক্রিকেট দলের উন্নতি হয়েছে। সেই আফগানিস্তান দলে ডাক পেতে হলে ব্যাটসম্যানদের অন্তত ১৩০ স্ট্রাইকরেটে ব্যাটিং করতে হয়। এই শর্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড খুব কঠোরভাবে অনুসরণ করে।
আজ গণমাধ্যমে কথা বলার সময় আমিনুল বুলবুলকে জিজ্ঞেস করা হয় – আপনি যেই আফগানিস্তান দলে কাজ করেছেন, সেই আফগানিস্তান দলে ডাক পেতে হলে থাকতে হয় ১৩০-এর বেশি স্ট্রাইক রেট, বাংলাদেশে এই সিস্টেম কবে চালু হবে?
এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, "আফগানিস্তানে আমি মূলত হাই পারফরম্যান্স টিমে কাজ করতাম। ওরা জানতে চাইতো কিভাবে হাইপারফরম্যান্স থেকে জাতীয় দলে প্লেয়ার যাবে। সেখানেই ওদের ক্রাইটেরিয়া ছিল, ব্যাটসম্যান হলে অন্তত ১৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। সেটা তারা খুব স্ট্রিক্টলি ফলো করে। আমাদের ব্যাক টু ব্যাক সিরিজ মাত্র শেষ হলো। এখন আমরা বসবো, আলোচনা করবো এমন ক্রাইটেরিয়া সেট করা যায় কিনা?"
বাংলাদেশ দলে সুযোগ পেতে হলে যদি ১৩০+ স্ট্রাইকরেটের শর্ত যুক্ত করা হয়, তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে দলের ব্যাটিংয়ে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। তবে এটি মাথায় রাখতে হবে যে, বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের স্ট্রাইকরেট ১৩০-এর কম। এই শর্ত কার্যকর হলে খেলোয়াড়দের ব্যাটিং মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
Comments
Post a Comment