অভিবাসীদের সহায়তায় নবি: মানবিকতার অনন্য বার্তা


 আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি তিনি ইরান থেকে ফেরত আসা অভিবাসীদের সহায়তায় দিয়েছেন দশ লাখ আফগানি রুপি (প্রায় ১৪ হাজার মার্কিন ডলার)। বিষয়টি নিশ্চিত করেছে নবি চ্যারিটি ফাউন্ডেশন।

এক বিবৃতিতে নবি বলেন, “আমি ইরান থেকে ফেরত আসা আফগান পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি। নবি চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে তাদের ১০ লাখ আফগানি রুপি দিয়েছি। এই পরিবারগুলো দীর্ঘ যাত্রায় ক্লান্ত এবং অপমানিত হয়ে খালি হাতে দেশে ফিরেছে।”

তিনি আফগান ব্যবসায়ী ও সমাজের সচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানান, যেন বিদেশ থেকে ফেরত আসা আফগান অভিবাসীদের সহযোগিতায় এগিয়ে আসে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে আফগান অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করার অনুরোধ করেন।

সাম্প্রতিক সময়ে ইরান হাজার হাজার আফগান নাগরিককে জোরপূর্বক দেশছাড়া করছে, যা আফগানিস্তানের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

৪০ বছর বয়সী মোহাম্মদ নবি জাতীয় দলের হয়ে ১৭৩ ওয়ানডে, ১৩২ টি-টোয়েন্টি এবং ৩ টেস্ট খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৫,৯৩৭ রান এবং বল হাতে নিয়েছেন ২৮১ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএল, বিপিএল ও পিএসএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে