বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করে, পাকিস্তানকে লজ্জায় ডোবালো আকমল
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনকভাবে হারার পর পাকিস্তান ক্রিকেট দলকে একহাত নিলেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল। এক ভিডিও বার্তায় আকমল বলেন, "আমার মনে হয়, টিম মিটিংয়েও এমনভাবেই খেলার কথাই বলা হয়েছে। কিন্তু কেউ ওদের বলেনি যে, এটা লাহোর নয়, এটা বাংলাদেশ। এখানে কন্ডিশন কঠিন, এখানে এসে বসে বসে কোয়ালা গোনো আর ম্যাচ জিতে ফিরে যাবে—এমনটা ভাবা বোকামি।"
তিনি আরও বলেন, "বাংলাদেশকে কি তোমরা ফেল করা ছাত্র ভেবেছো? যারা শুধু পরীক্ষায় বসে পাস নম্বরই তুলবে? ওরা এখন নিজেদের কন্ডিশনে ভয়ংকর দল। তোমাদের পরিকল্পনা-মনোভাব সবই ভুল ছিল।"
পাকিস্তানের এমন পারফরম্যান্সে হতাশ কামরান আকমলের কণ্ঠে স্পষ্ট হতাশা ও ক্ষোভ। ক্রিকেট বিশ্বে পাকিস্তান দলের মানসিকতা ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
Comments
Post a Comment