"চার বছরের অপেক্ষা শেষের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরলেন মোস্তাফিজ"


 পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ১৭ ধাপ এগিয়ে তিনি যৌথভাবে নবম স্থানে আছেন ভারতের পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে, দুজনের রেটিং পয়েন্ট সমান ৬৫৩। ২০২১ সালের অক্টোবরের পর প্রথমবার শীর্ষ দশে ফিরলেন এই বামহাতি পেসার।


টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ আটে কোনো পরিবর্তন হয়নি। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি শীর্ষে, দ্বিতীয় ইংল্যান্ডের আদিল রশিদ এবং তৃতীয় ভারতের বরুণ চক্রবর্তী।


পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে ২ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ১৫ রানে ১ উইকেট নেন মোস্তাফিজ। দুটি ম্যাচই জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ের 

বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন। প্রথম ম্যাচে ৩৭ রানে ১ এবং দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন তিনি। পেসার তানজিম হাসানও ৯ ধাপ উন্নতি করে ৩৮তম স্থানে, আর শরীফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩তম স্থানে পৌঁছেছেন।


ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের খেলোয়াড়দের অগ্রগতি হয়েছে। ওপেনার তানজিদ হাসান ১৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে, দ্বিতীয় ম্যাচে ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকের আলী ১৭ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে এবং প্রথম ম্যাচে ৩৬ রান করা তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠেছেন। পারভেজ হোসেন ২২ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে পৌঁছেছেন।


অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে মেহেদী হাসানের। তিনি ১৩ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেওয়ার পাশাপাশি খেলেন ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ৩ ধাপ পিছিয়ে ৪১তম স্থানে এবং রিশাদ হোসেন এক ধাপ পিছিয়ে ৫৪তম স্থানে নেমেছেন। তানজিম হাসান ৩ ধাপ এগিয়ে ৮১তম স্থানে রয়েছেন।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে