মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মত বিশাল বড় দুঃসংবাদ পেলেন সাকিব
গ্লোবাল সুপার লিগে জয় দিয়ে সূচনা করেছিল সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালস। তবে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে হারের পর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও ৫৭ রানের বড় ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে পড়েছে দলটি।
সোমবার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়া গায়ানা ১৩৮ রানে অলআউট হয়ে যায়। কালীম সানার দারুণ বোলিংয়ে চাপের মুখে পড়ে তারা। রোমারিও শেফার্ডের ৯ বলে ১৫ রানের ইনিংসটি না হলে দলীয় স্কোর একশতেও পৌঁছানো কঠিন হতো। মঈন আলী করেন ৩৮ বলে ৪০ রান।
সাকিব আল হাসান বল হাতে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ছিলেন নিয়ন্ত্রিত। তবে ব্যাট হাতে ব্যর্থ হন তিনি, মাত্র ৫ বলে ৪ রান করে মঈনের শিকার হন।
এই হারে ৪ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সাকিবের দল। পাঁচ দলের এই টুর্নামেন্টে ফাইনাল খেলবে শীর্ষ দুটি দল। দুবাই ক্যাপিটালসের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে, রংপুর রাইডার্সের বিপক্ষে। তবে সে ম্যাচ জিতলেও রানরেটের কারণে ফাইনালের সম্ভাবনা এখন প্রায় শূন্য।
Comments
Post a Comment