শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার মাঠে নামবে বাংলাদেশ,দেখে নিন একাদশ



 প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ম্যাচটা তাই জিততেই হবে টাইগারদের। প্রথম ম্যাচে তেমন প্রতিরোধ গড়তে না পারা বাংলাদেশ দলের জন্য কাজটা বেশ কঠিনই হতে যাচ্ছে।

কঠিন কাজকে আরও কঠিনতর বানাতে পারে অধিনায়ক **লিটন দাসের** অফ ফর্ম। সাদা বলে ধারাবাহিকভাবে অধারাবাহিক লিটন দীর্ঘ সময় ধরেই ফর্মে নেই। দলের অধিনায়ক হওয়ায় ব্যাটিংয়ে দায়িত্বটাও বেশি লিটনের। দল সামলানোর দায়িত্ব তো আছেই। সব মিলিয়ে প্রচণ্ড চাপে থাকা লিটন ঘুরে দাঁড়াতে না পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও কমে যাবে অনেকটা। ডাম্বুলার উইকেটে বড় রান না পেলে যে ম্যাচ জেতার সম্ভাবনাও তেমন থাকবে না।

পাল্লেকেলেতে পাওয়ারপ্লের বোলিংটাও ভালো হয়নি বাংলাদেশের। টাইগার পেসারদের ইচ্ছামতো শাসন করেছেন পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিসরা। শুরুতে ব্রেক থ্রু এনে দিয়ে লঙ্কানদের ওপেনিং জুটি ভাঙা তাই ভীষণ জরুরি। পেসারদের দায়িত্বটা এখানে অনেক বেশি। শুরুতেই ব্যাট হাতে চড়াও হলে লঙ্কানরা ২০০ রানও পেরিয়ে যেতে পারে, তখন ম্যাচ জেতার আশা ফিকে হয়ে যাবে।

মিডল অর্ডারে ফিরতে পারেন জাকের আলী অনিক, যিনি টি-টোয়েন্টিতে মোটামুটি ধারাবাহিক। জাকেরের ফেরা দলের শক্তি বাড়াবে। জাকের ফিরলে তাওহিদ হৃদয় বা নাঈম শেখের মধ্যে যেকোনো একজন বাদ পড়তে পারেন। এই ম্যাচেও একাদশের বাইরে থাকতে পারেন শেখ মেহেদী হাসান। প্রথম ম্যাচে বল হাতে ভালো করে টিকে যেতে পারেন মেহেদী হাসান মিরাজ। খরুচে বোলিং করা অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ দ্বিতীয় ম্যাচে বিশ্রাম পেতে পারেন। তার বদলে একাদশে ঢুকতে পারেন মুস্তাফিজুর রহমান অথবা শরিফুল ইসলাম। পেস ইউনিটে বাকিরা তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

১৩ জুলাই রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লঙ্কানরা।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, আভিষকা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরে ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়/জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে