টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা ১০ উঠেই বড় দুঃসংবাদ পেলেন মোস্তাফিজ!

 


আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে নবম থেকে ১২তম স্থানে নেমে এসেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। সম্প্রতি প্রকাশিত র‍্যাঙ্কিং হালনাগাদে এই পরিবর্তন দেখা গেছে।


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর গত সপ্তাহে মোস্তাফিজ ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছিলেন, যা ছিল তার ২০২১ সালের অক্টোবরের পর সেরা অবস্থান। তবে এই সপ্তাহের হালনাগাদে তার র‍্যাঙ্কিংয়ে কিছুটা অবনতি হয়েছে।


যদিও র‍্যাঙ্কিংয়ে পতন হয়েছে, তবুও মোস্তাফিজ বাংলাদেশের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলার হিসেবেই বিবেচিত। তার সাম্প্রতিক পারফরম্যান্স দলীয় সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে