মিরপুরের উইকেট নিয়ে নাখোশ পাকিস্তান-আন্তর্জাতিক মানের নয়


 মিরপুরে পাকিস্তানের বড় হারের পর ম্যাচ শেষে তোপের মুখে পড়ল উইকেট। পুরস্কার বিতরণী মঞ্চেই ক্ষোভ ঝাড়েন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা। পরে সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ মাইক হেসনও কড়া সমালোচনা করেন পিচের, দাবি করেন এমন উইকেট কোনো দলের জন্যই আদর্শ নয়। তবে ম্যাচসেরা পারফরমার পারভেজ হোসেন এসব সমালোচনা মানতে নারাজ। তার মতে, পাকিস্তান কোচের মন্তব্য গ্রহণযোগ্য নয়।


রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে মাত্র ১১০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। ৩৯ বলে অপরাজিত ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন পারভেজ, যাতে ছিল ৩টি চার ও ৫টি ছয়। এর আগে বল হাতে পাকিস্তানি ব্যাটারদের বিপাকে ফেলেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। বিশেষ করে মোস্তাফিজের নিখুঁত বোলিংয়ের সামনে ব্যর্থ হন অতিথি ব্যাটাররা।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন বলেন,

‘আমি মনে করি এটা কোনো দলের জন্যই আদর্শ উইকেট নয়। দলগুলো এখন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। এমন পিচ গ্রহণযোগ্য নয়। অবশ্যই আমাদের ব্যাটিংয়ে কিছু ভুল ছিল, যার অজুহাত দেওয়া যায় না। তবে আন্তর্জাতিক মানের পিচ হিসেবে এটি ঠিক নয়, এটা স্পষ্ট।’


পরে হেসনের বক্তব্যের জবাব দেন ম্যাচসেরা পারভেজ হোসেন। তিনি বলেন,

‘পাকিস্তান কোচ যা বলেছেন, আমি তা মেনে নিতে পারছি না। আমরা তো ১৬ ওভারে ১১০ রান করেছি, পুরো ২০ ওভার খেললে ১৬০ রান সম্ভব ছিল। হয়তো তারা মানিয়ে নিতে পারেনি, আমরা চেষ্টা করেছি মানিয়ে নিতে।’


মিরপুরের উইকেট বরাবরই স্পিন-বান্ধব এবং বোলারদের পক্ষে থাকে—এমন মন্তব্যে পারভেজ বলেন,

‘এখানে বোলারদের সুবিধা কিছুটা থাকেই। চেষ্টা করি যত দ্রুত সম্ভব উইকেট বুঝে নেওয়া যায় এবং সেট হয়ে খেলা যায়। এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল।’


মোস্তাফিজুর রহমান ম্যাচে দুর্দান্ত বোলিং করেন—৪ ওভারে ১৮টি ডট বল দিয়ে মাত্র ৬ রান খরচে শিকার করেন ২ উইকেট। সতীর্থের প্রশংসা করে পারভেজ বলেন,

‘মোস্তাফিজ ভাই অসাধারণ বোলিং করেছে। বাকি সবাইও ভালো বোলিং করেছে, এজন্যই আমরা ওদের কম রানে আটকে রাখতে পেরেছি।’


২০১৫ সালের পর এই প্রথমবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটানো জয় নিয়ে পারভেজ বলেন,

‘এমন কিছু নিয়ে দলীয় আলোচনা হয়নি। আমরা লঙ্কা সিরিজে ভালো খেলেছিলাম। সবাই চেষ্টা করছি আত্মবিশ্বাস ধরে রাখতে, সেই ছন্দে খেলছি।’

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে