ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় রোনালদো 'মৃত্যুর পথে'সর্ব শেষ যা জানা গেল

 


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ফুটবল কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর পথে রয়েছেন অথবা হাসপাতালে ভর্তি আছেন। ছবিতে দেখা যাচ্ছে রোনালদো অক্সিজেন মাস্ক পরে হাসপাতালে শুয়ে আছেন এবং নিচে একটি গাড়ি দুর্ঘটনার দৃশ্য। অনেকে বলছেন এটি মিউনিখে ঘটেছে এবং তিনি উয়েফা নেশনস লীগ জেতার পর এই দুর্ঘটনার শিকার হয়েছেন।



তবে আসল সত্য হলো, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া।


রোনালদো বর্তমানে সুস্থ আছেন এবং এমন কোনো দুর্ঘটনার খবর কোনো বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা তার পরিবার/দল দ্বারা নিশ্চিত করা হয়নি।


ছবিগুলো বিশ্লেষণ করলে দেখা যায়:


* ছবিগুলো আলাদা আলাদা উৎস থেকে সংগ্রহ করে এডিট করে একত্রিত করা হয়েছে।

* হাসপাতালের ছবিটি AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা ফটোশপ দিয়ে তৈরি হতে পারে।

* নিচের গাড়ি দুর্ঘটনার দৃশ্যটি পুরনো এবং রোনালদোর সঙ্গে সম্পর্কহীন।


আমরা সবাইকে অনুরোধ করছি, এমন বিভ্রান্তিকর গুজবে বিশ্বাস না করতে এবং যাচাই ছাড়া কোনো ছবি বা খবর শেয়ার না করতে। গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকুন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে