মদরিচের বিদায়ে আড়াই দশক পর ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়শূন্য রিয়াল মাদ্রিদ
লুকা মদরিচের রিয়াল মাদ্রিদ অধ্যায় অবশেষে শেষ হয়েছে। ক্লাব বিশ্বকাপ শেষ করেই চলতি মাসে তিনি পাড়ি জমিয়েছেন এসি মিলানে। তাঁর প্রস্থানে সান্তিয়াগো বার্নাব্যুর ড্রেসিংরুম থেকে বিদায় নিয়েছে এক কিংবদন্তি, যিনি রিয়ালের হয়ে জিতেছেন ২৮টি শিরোপা এবং ব্যক্তিগতভাবে ২০১৮ সালে ব্যালন ডি’অর। মদরিচের বিদায়ে রিয়ালে এখন আর কোনো ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় নেই—এ দৃশ্য রিয়াল সমর্থকেরা দেখলেন প্রায় আড়াই দশক পর।
গত ২৫ বছর ধরে রিয়ালের স্কোয়াডে সবসময় অন্তত একজন ব্যালন ডি’অরজয়ী ছিলেন। ২০০০ সালে লুইস ফিগো যোগ দেওয়ার পর শুরু হয় এ ধারা। তাঁর পরের বছর আসেন জিনেদিন জিদান, পরে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। ২০০৪-০৫ মৌসুমে একসঙ্গে ছিলেন চারজন ব্যালন ডি’অরজয়ী—ফিগো, জিদান, রোনালদো ও মাইকেল ওয়েন। এরপর ফাবিও কানাভারো, কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা সেই উত্তরাধিকার ধরে রাখেন। রোনালদো একাই জিতেছেন চারটি ব্যালন ডি’অর (২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)। তিনি চলে যাওয়ার পর ২০১৮ সালে মদরিচ জেতেন এ পুরস্কার, আর ২০২২ সালে বেনজেমা। বেনজেমার বিদায়ের পরও রিয়ালে ছিলেন শুধু মদরিচ, যিনি এখন আর নেই।
এর আগে রিয়াল ইতিহাসে একবারই এমন অবস্থা হয়েছিল—১৯৫৯ সালের পর প্রায় চার দশক ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় পাননি তারা। ২০০০ সালে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ‘গ্যালাকটিকোস’ নীতি চালু করে বিশ্বসেরা তারকাদের দলে টানার পর বদলে যায় সেই চিত্র।
তবে রিয়াল সমর্থকদের মনে এখনও আশার আলো আছে। গত বছর ব্যালন ডি’অরের দৌড়ে ভিনিসিয়ুস জুনিয়র দ্বিতীয় হয়েছেন। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল সমর্থকেরা আশা করছেন, শীঘ্রই আবার ব্যালন ডি’অরের গৌরব ফিরবে বার্নাব্যুতে।
Comments
Post a Comment