অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের অভিযোগ করেন যা বলেন তারেক রহমান



 অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা ধরনের অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিচক্ষণতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


বুধবার (৩০ জুলাই) সাভারের আশুলিয়ায় দারুল ইহসান মাদ্রাসা মাঠে 'নারকীয় আশুলিয়া' শীর্ষক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, "রাষ্ট্র ও রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তি ফের জায়গা নেওয়ার চেষ্টা করছে। সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ আরও কঠিন হয়ে উঠবে। উগ্রবাদ মাথাচাড়া দিতেও পারে। বিএনপি চায় জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন, আর তার মূল উপায় হচ্ছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই দাবি দীর্ঘদিন ধরেই তুলে আসছে বিএনপি।"


তিনি বলেন, "গত বছর জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু সরাসরি শ্রমজীবী মানুষের কোনো স্বার্থ জড়িত ছিল না। কারণ তারা কোনো সরকারি চাকরির আশা করেননি। তাহলে প্রশ্ন আসে, পোশাক কারখানার শ্রমিক-দিনমজুর, ভ্যানচালক, রেস্তোরাঁকর্মী, রিক্সাচালক কেন সেদিন রাস্তায় নেমে এসেছিলেন? কারণ একটা সেদিন ফ্যাসিস্ট যদি রাষ্ট্রক্ষমতায় থাকে তাহলে কেউ তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাবেন না। কোনো ন্যায্য দাবি আদায় হবে না। এ কারণে শ্রমিকরা রাস্তায় নেমে আসে।"


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, "প্রতিটি নাগরিক যাতে নিজের কথা বলতে পারেন, নিজের ভোট যাতে নিজে দিতে পারেন, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন বা সরকার পরিবর্তন ঘটাতে পারেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। এ রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম মাধ্যম হলো নির্বাচন। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি অবাধ নির্বাচনের দাবিকে অগ্রাধিকার দেয়। আমি বিশ্বাস করি, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে জনগণ সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এতে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি সরকারের জবাবদিহিতার জায়গা তৈরি হবে।"


তিনি আরও বলেন, "রাষ্ট্র, রাজনীতির মূল ভিত্তিই হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র, রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী বা টেকসই করা সম্ভব নয়। নাগরিক রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্য দিয়েই রাষ্ট্র, রাজনীতি ও জনগণ শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রের জনগণ শক্তিশালী হয়ে উঠলেই ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না। পাশাপাশি দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে পারবে না। জনগণের ক্ষমতায়নের এই রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি শহীদদের কাঙ্ক্ষিত দেশ গড়ে তুলতে চায়।"

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে