অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও হারের তিক্ত স্বাদ, ওয়েস্ট ইন্ডিজের নতুন নজির
গত ম্যাচে রেকর্ড সেঞ্চুরির নায়ক ছিলেন টিম ডেভিড, যার ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া পেরেছিল এবং সিরিজ জয় নিশ্চিত করেছিল। তাই সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে তাঁকে বিশ্রাম দিয়েও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি মিচেল মার্শের দলকে। সেন্ট কিটসে ২০৬ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে এবং ৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।
এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের অস্বস্তিকর এক রেকর্ডও হলো—টি–টোয়েন্টিতে সপ্তমবার ২০০ বা তার বেশি রান তুলেও হারল তারা, যা অন্য কোনো দলের নেই।
অস্ট্রেলিয়ার জয়ে মূল ভূমিকা রাখেন জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। ইনিংসের শুরুটা ভালো হয়নি, শূন্য রানে ফেরেন অধিনায়ক মার্শ। তবে পাওয়ার প্লেতে ইংলিস ও ম্যাক্সওয়েলের আগ্রাসী ব্যাটিং দলকে এগিয়ে নেয়। ইংলিস ৩০ বলে ৫১ রান করেন, আর ম্যাক্সওয়েল ১৮ বলে ৬ ছক্কা ও ১ চারে ৪৭ রান করে দ্রুতগতিতে রান তুলেন। এরপর গ্রিন ৩০ বলে অপরাজিত ৫৫ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডিং ব্যর্থতাও ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে—তারা তিনটি ক্যাচ ফেলে এবং কয়েকটি সহজ রান বাঁচাতে ব্যর্থ হয়।
টসে হেরে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানের ইনিংস ছিল মূলত সমান অবদান রাখা ব্যাটসম্যানদের প্রচেষ্টা। শেরফান রাদারফোর্ড সর্বোচ্চ ৩১ রান করেন, আর রোমারিও শেফার্ড ও রোভম্যান পাওয়েল ২৮ করে রান তোলেন। এটি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এমন একটি রেকর্ড ইনিংস যেখানে কোনো ব্যাটসম্যান ৩২ রানও করতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৫/৯ (রাদারফোর্ড ৩১, শেফার্ড ২৮, পাওয়েল ২৮; জাম্পা ৩/৫৪, হার্ডি ২/২৪)
অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ২০৬/৭ (গ্রিন ৫৫*, ইংলিস ৫১, ম্যাক্সওয়েল ৪৭; ব্লেডস ৩/২৯)
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।
সিরিজ: অস্ট্রেলিয়া ৫ ম্যাচের সিরিজে ৪–০ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: গ্লেন ম্যাক্সওয়েল।
Comments
Post a Comment