বাংলাদেশ ক্রিকেটে কাঠামোগত উন্নয়নে বুলবুলের কৌশলগত পরিকল্পনা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সুনির্দিষ্ট কৌশল নিয়ে এগোচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করার সুবাদে তার ঝুলিতে রয়েছে মূল্যবান অভিজ্ঞতা। বিশেষ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করে দেশটির ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান নিজের দেশের ক্রিকেটের অগ্রগতিতে।
বুলবুল মনে করেন, বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘমেয়াদি উন্নয়ন কাঠামো গড়ে তুলতে হলে পরিকল্পনা ও নির্বাচনী প্রক্রিয়ায় কঠোরতা আনতে হবে। শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
"আফগানিস্তানে কাজ করার সময় দেখেছি, কীভাবে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে দল গঠন করা হয়। বাংলাদেশেও একই ধরনের কাঠামো প্রয়োজন। খেলোয়াড়দের বাছাইয়ে স্বচ্ছ ও কঠোর পদ্ধতি থাকতে হবে। কেউ জাতীয় দলে জায়গা পেতে চাইলে তাকে সেই নির্ধারিত কাঠামোর মধ্যেই পারফর্ম করতে হবে, নইলে গোটা প্রক্রিয়া লক্ষ্যচ্যুত হয়ে পড়বে।"
তিনি হাই-পারফরম্যান্স ইউনিট ও জাতীয় দলের মধ্যে কার্যকর সংযোগের গুরুত্বও তুলে ধরেন। তার মতে, উদীয়মান খেলোয়াড় থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটারদের একটি সুসংহত কাঠামোর মধ্যে গড়ে তুলতে হবে, যাতে তাদের পারফরম্যান্সের ভিত্তিতে অগ্রগতি নির্ধারিত হয়।
ঘরোয়া ক্রিকেট নিয়েও রয়েছে বুলবুলের স্পষ্ট পরিকল্পনা। তিনি বলেন,
"জাতীয় দলের সূচির সঙ্গে ঘরোয়া টুর্নামেন্টের ফরম্যাট সমন্বয় করতে হবে। উদাহরণস্বরূপ, যদি দল এশিয়া কাপে টি-টোয়েন্টি ফরম্যাটে অংশ নেয়, তবে প্রস্তুতি হিসেবে ঘরোয়া ক্রিকেটও টি-টোয়েন্টি ফরম্যাটেই আয়োজন করতে হবে। ধাপে ধাপে আমরা সবকিছু বাস্তবায়ন করব।"
বিসিবির নতুন সভাপতির পরিকল্পনা থেকে স্পষ্ট, তিনি শুধু সাময়িক সাফল্যের পেছনে ছুটছেন না, বরং দীর্ঘমেয়াদি উন্নয়ন কাঠামো গড়ে তোলার দিকেই মনোযোগী। এখন দেখার বিষয়, তার নেওয়া উদ্যোগগুলো বাস্তবে কতটা কার্যকরভাবে ফল বয়ে আনে।
Comments
Post a Comment