এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শেষে ঘোষণা


 ঢাকায় অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা, যেখানে অংশ নেন সংস্থাটির ২৫ সদস্য। আলোচনার অন্যতম বিষয় ছিল আগামী এশিয়া কাপের ভবিষ্যৎ। তবে বৈঠকের পরও পরিষ্কার কিছু জানাননি এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, "সূচি দ্রুতই জানানো হবে। বিসিসিআইয়ের সঙ্গে পরামর্শ চলছে এবং আশা করি শিগগিরই সমাধান হবে।"

এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত হলেও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজনের কথা, তবে তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে। আবুধাবিতে উদ্বোধনী ম্যাচের পর শেষের দিকের ম্যাচগুলো দুবাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় এজিএম আয়োজন নিয়ে শুরুতে বিসিসিআইয়ের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত তারা অনলাইনে সভায় অংশ নেয়। বৈঠক শেষে মহসিন নাকভি আয়োজনে সহযোগিতার জন্য বিসিবি সভাপতি আমিনুলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "সব সদস্য দেশের সহায়তায় আমরা ক্রিকেটের জন্য কাজ করছি।"

বৈঠকের পর জানা গেছে, এশিয়া কাপ নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে সদস্য দেশগুলোর। বাণিজ্যিক পার্টনারদের সঙ্গে কিছু বিষয় চূড়ান্ত করলেই বিসিসিআই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এজিএমে আরও জানানো হয়, ২০২৬ সালে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১০টি পুরুষ ও ৮টি নারী দল অংশ নেবে। পাশাপাশি তিনটি নতুন সদস্য দেশ—মঙ্গোলিয়া, উজবেকিস্তান ও ফিলিপাইন—এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যুক্ত হয়েছে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে