জাদেজা-সুন্দরের সেঞ্চুরি জুটিতে অন্ধকারে বাঁচল ভারত, ওল্ড ট্রাফোর্ড টেস্ট ড্র
ওল্ড ট্রাফোর্ড টেস্টের শেষ ঘণ্টায় নাটকীয় মুহূর্ত। ড্র মেনে নিতে এগিয়ে এসেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস, কিন্তু সেঞ্চুরির কাছাকাছি থাকা রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন। জয়ের সম্ভাবনা না থাকলেও ব্যক্তিগত মাইলফলক পূরণে অনড় ছিলেন দুজনই।
প্রায় অন্ধকার হয়ে আসা মাঠে ইংল্যান্ড বোলিংয়ে আনল পার্ট-টাইম স্পিনার হ্যারি ব্রুক ও জো রুটকে। সেখানেই দ্রুত সেঞ্চুরি তুলে নেন দুই ভারতীয়। ব্রুককে ছক্কা মেরে পঞ্চম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন জাদেজা, আর ১৫ বল পর ব্রুকের বলেই প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ওয়াশিংটন সুন্দর। এরপর হাত মেলান দুই দলের খেলোয়াড়রা, ম্যাচও শেষ হয় ড্রয়ে।
এই ফলের পর পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে, আর শেষ টেস্টে ওভালেই হবে সিরিজের ভাগ্য নির্ধারণ।
জাদেজা ও সুন্দর শেষ দিনে যে প্রতিরোধ গড়েছেন, তা ভারতকে ইনিংস হারের হাত থেকে বাঁচিয়েছে। দিন শুরু হয়েছিল ২ উইকেটে ১৭৪ রানে, ৩১১ রানের ঘাটতি নিয়ে। আগের দিন দ্রুত দুই উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়লেও শুবমান গিল (১০৩) ও লোকেশ রাহুল (৯০) ভারতকে ঘুরিয়ে দেন। গিল এই সিরিজে অধিনায়ক হিসেবে নিজের চতুর্থ সেঞ্চুরি করেন, যা এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পাশে বসিয়েছে তাঁকে।
রাহুল সেঞ্চুরির ১০ রান দূরে থামলেও গিলের বিদায়ের পর (২২২ রানে) আর কোনো উইকেট হারায়নি ভারত। জাদেজা (১০৭*) ও সুন্দর (১০১*) পঞ্চম উইকেটে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে ৪২৫/৪-এ পৌঁছে দেন, ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ১১৪ রানে এগিয়ে থেকে ড্র নিশ্চিত করেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৫৮ ও ৪২৫/৪ (জাদেজা ১০৭*, সুন্দর ১০১*, গিল ১০৩, রাহুল ৯০)
ইংল্যান্ড: ৬৬৯
ফল: ড্র
সিরিজ: ইংল্যান্ড ২-১-এ এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস
Comments
Post a Comment