জয়ের লড়াইয়ে তিন পরিবর্তনে ভারত, বুমরাহ ফিরলেন দলে
জাসপ্রীত বুমরাহকে নিয়ে ছিল শঙ্কা, তবে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রক্ষার চতুর্থ টেস্টে খেলছেন ভারতের তারকা পেসার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তার খেলা নিয়ে সন্দেহ থাকলেও শেষ মুহূর্তে তাকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট। একাদশে এসেছে তিনটি পরিবর্তন।
ম্যানচেস্টারের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে চতুর্থবারের মতো টস হেরেছেন ভারত অধিনায়ক শুবমান গিল। টস জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাচটিতে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে ভারত।
ম্যানচেস্টারের রেকর্ড অবশ্য ভারতের পক্ষে নেই। এখানে নয় ম্যাচে চারটিতে হেরেছে, বাকি পাঁচটি ড্র হয়েছে। ফলে শুবমানদের জন্য চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে টেস্টটি। চোট কাটিয়ে ফিরেছেন ঋষভ পান্ত, আর ওয়াশিংটন সুন্দরও আছেন দলে।
ভারতের একাদশে করুন নায়ারের জায়গায় সাই সুদর্শন, নিতিশ রেড্ডির বদলে শার্দুল ঠাকুর এবং আকাশ দীপের স্থানে অভিষেক হতে যাচ্ছে অংশুল কাম্বুজের।
ভারতের একাদশ:
শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অংশুল কাম্বুজ, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
Comments
Post a Comment