এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এড়াতে পারছে না ভারত
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতেই হবে ভারতকে, বাড়ছে অভ্যন্তরীণ চাপ
এক যুগ ধরে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। এর মধ্যে পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর বৈশ্বিক টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা বাড়ছে ভারতীয়দের মধ্যে। বিশেষ করে আসন্ন এশিয়া কাপে দুই দলের লড়াই নিয়ে দেশটিতে ক্ষোভের সুর ক্রমশ জোরালো হচ্ছে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র স্পষ্ট করেছে, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা এড়ানো সম্ভব নয়। এক কর্মকর্তা আইএএনএসকে বলেন, “বিসিসিআই এই টুর্নামেন্ট বা ম্যাচ থেকে সরে দাঁড়াতে পারবে না। এসিসির সভায় সর্বসম্মতিক্রমে সূচি চূড়ান্ত হয়েছে। কাগজে-কলমে ভারত আয়োজক দেশ, তাই এখন আর কিছু পরিবর্তন করা সম্ভব নয়। নির্ধারিত দিনেই ম্যাচ হবে।”
ভারতের সাবেক ক্রিকেটারদের মধ্যে এ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়া প্রাক্তন পেসার শ্রীশান্ত পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মনে করেন, “যেহেতু দ্বিপক্ষীয় সিরিজ হয় না, তাহলে বৈশ্বিক টুর্নামেন্টেও ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার দরকার নেই।”
অন্যদিকে সৌরভ গাঙ্গুলী মনে করেন, খেলাধুলা চলতে দেওয়া উচিত, “পেহেলগামের ঘটনা কখনোই ঘটা উচিত নয়। সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে, তবে অতীতের ঘটনাকে কেন্দ্র করে খেলা থামানোও উচিত নয়।”
সম্প্রতি ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার পর ২০২৫ এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। সূচি অনুযায়ী ১৪ মে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে।
Comments
Post a Comment