গাজায় ত্রান সংগ্রহকালে ইসরাইলি হামলা, নিহত ৬৭ ফিলিস্তিনি
গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, তাদের ২৫টি ত্রাণবাহী ট্রাক ইসরায়েলি চেকপয়েন্ট অতিক্রম করার পরপরই ক্ষুধার্ত মানুষের ভিড়ে পড়ে। পরে ভিড়ের দিকে গুলি চালানো হয়।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় সতর্কতামূলক গুলি ছুড়েছিল এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হতাহতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়েছে।
গাজার অন্যত্র ত্রাণ নিতে গিয়ে আরও ৬ জন নিহত ও অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কেবল রোববার দিনভর ইসরায়েলি গুলিবর্ষণ ও বিমান হামলায় মোট ৮৮ জন প্রাণ হারিয়েছেন।
উত্তর গাজার হতাহতদের অধিকাংশকে শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের পরিচালক ড. হাসান আল-শায়ের বলেন, “চিকিৎসা অবকাঠামো চরম সংকটে রয়েছে। আমরা চাপ সামলাতে পারছি না, অনেক রোগীকে ফিল্ড হাসপাতালে পাঠাতে হচ্ছে।”
হাসপাতালের বাইরে অপেক্ষমাণ এক নারী বলেন, “পুরো জনগোষ্ঠী ধ্বংস হয়ে যাচ্ছে। শিশুরা খাবারের অভাবে মারা যাচ্ছে। মানুষজন শুধু লবণ ও পানি খেয়ে বেঁচে আছে।”
এ বছরের মে মাসের শেষ দিক থেকে প্রায় প্রতিদিনই ত্রাণ সংগ্রহে আসা ফিলিস্তিনিদের ওপর হামলা হচ্ছে। শনিবারও দক্ষিণ গাজার দুটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৩২ জন নিহত হন।
এদিকে গাজার মধ্যাঞ্চল দেইর আল-বালাহ থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী আল-মাওয়াসির এলাকায় যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ এলাকায় এখন পর্যন্ত কোনো স্থল অভিযান চালানো হয়নি।
Comments
Post a Comment