দায়িত্ব নিয়েই যেভাবে‘ট্রিপল সেঞ্চুরি’ করতে চান বিসিবি সভাপতি বুলবুল



 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও আইসিসির সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। সদ্য দায়িত্ব নিয়েই পরিকল্পনা ও কর্মপরিকল্পনা নিয়ে সরব হয়েছেন তিনি। জানিয়েছেন, মাঠে ব্যাট হাতে নয়, দেশের ক্রিকেটে কাজের মাধ্যমে করতে চান ‘ট্রিপল সেঞ্চুরি’।


দায়িত্ব নিয়েই পরিকল্পনায় বুলবুল

জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে ফারুক আহমেদের মেয়াদ শেষ হওয়ার পর গত ৩০ মে বিসিবির সভাপতির দায়িত্ব নেন বুলবুল। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এসে কাজের দিকেই জোর দেন তিনি।


বুলবুল বলেন,

"আমরা এনএসসিতে আজও ছিলাম, বোর্ড সভায় পরিকল্পনার তালিকা করেছি। নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ৩০ জুনের মধ্যে প্রত্যেককে পরিকল্পনা জমা দিতে হবে।"


তিনি জানান, নির্বাচন নিয়ে এখনই কিছু বলার সময় নয়, কারণ দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টাও পার হয়নি।


বুলবুলের অন্যতম অগ্রাধিকার তৃণমূল ক্রিকেটকে শক্তিশালী করা। তিনি বলেন,

"আমরা চাই, গ্রামের একজন ছেলে ক্রিকেট শুরু করে উপজেলা, জেলা হয়ে জাতীয় দলে পৌঁছাক। এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয়, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। রিজিওনগুলোকে পারফরম্যান্স, কোচ, ক্রিকেটার, আম্পায়ারের সংখ্যা বিবেচনায় ফান্ড দেওয়া হবে।"


তিনি আরও বলেন, "প্রতিবন্ধকতা আসবেই, তবে আমরা কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হব না। আমরা ক্রিকেট দিয়ে তৃণমূলে পৌঁছাব। কাজটা করব সরল উপায়ে, কোনও আমলাতান্ত্রিক পদ্ধতিতে নয়।"


সাবেক ক্রিকেটারদের সম্পৃক্ত করার পরিকল্পনা

বিসিবির কাজে সাবেক ক্রিকেটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বুলবুল।

"নান্নু ভাই, আকরাম ভাই, লিপু ভাই, বাশার—সবাই ক্রিকেটের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। তারা মাঠ, উইকেট, ড্রেসিং রুম—সবই জানেন। তাদের অভিজ্ঞতা আমাদের সম্পদ। অবশ্যই কাজে লাগাতে হবে।"


তবে তিনি স্বীকার করেন, ভালো খেলোয়াড় মানেই ভালো প্রশাসক বা কোচ নয়। তাই প্রয়োজনীয় প্রস্তুতির কথাও বলেন।


মুশফিক ও রিয়াদের কোচ হওয়ার আগ্রহ

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক কোচ হিসেবে কাজ করতে চান—এ তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নিজেই।


"আমি বিসিবিতে আসার আগেই তারা যোগাযোগ করেছে। তারা কোচ হতে চায়। আমরা বোর্ড থেকে ট্রেনিং ও এডুকেশন প্রোগ্রাম চালু করব। ইনশাআল্লাহ।"


মুশফিক এখনও টেস্ট ক্রিকেট খেলছেন, তবে রিয়াদ তিন ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন।


৯ মাসে শেষ ফারুক অধ্যায়, নতুন স্বপ্নে বুলবুল

২০২৪ সালের আগস্টে নাজমুল হাসান পাপন পদত্যাগের পর দায়িত্ব পান ফারুক আহমেদ। মাত্র ৯ মাসেই শেষ হয় তার অধ্যায়। এবার দেশের ক্রিকেটে নতুন দিগন্তের স্বপ্ন দেখাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল।


কাজে ‘ট্রিপল সেঞ্চুরি’ করার ইচ্ছা নিয়ে শুরু করা এই যাত্রা কতদূর যায়, তা সময়ই বলবে। তবে মাঠে যেমন ছিলেন নির্ভরতার প্রতীক, মাঠের বাইরে প্রশাসক বুলবুলও যে সাহসী সিদ্ধান্তে বিশ্বাসী, সেটাও স্পষ্ট।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে