কোহলিদের শিরোপা উৎসবে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুতে, যে পদক্ষেপ নিলো বিসিসিআই
দীর্ঘ ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে আইপিএলে নিজেদের প্রথম শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর এই ঐতিহাসিক জয়ের বুনো উল্লাসে মেতে ওঠে আরসিবি সমর্থকরা। তবে, এই অনাকাঙ্ক্ষিত উদযাপনেই প্রাণ হারিয়েছেন ১১ জন সমর্থক এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। এমন হৃদয়বিদারক ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (১৪ জুন) অ্যাপেক্স কাউন্সিলের একটি বৈঠক ডাকা হয়েছিল। সেখানে ভবিষ্যতে শিরোপা উদযাপনকে ঘিরে কী ধরনের নির্দেশনা জারি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বেঙ্গালুরুর শিরোপা জয়ের প্যারেডে পদদলিত হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনাটি তদন্তের জন্য বিসিসিআই একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে।
এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া, তাঁর সঙ্গে থাকবেন সহসভাপতি রাজীব শুক্ল এবং কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করবে।
এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, "বেঙ্গালুরুতে জয় উৎসবে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে অ্যাপেক্স কাউন্সিল একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তৈরি করা হবে।"
উল্লেখ্য, আইপিএলের ১৮তম আসরের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি ও রজত পাতিদারের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Comments
Post a Comment