বিসিবি থেকে বুলবুলকে সরাতে খান পরিবারের নতুন চাল ফাঁ”স

 


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন কখনোই স্থির থাকতে পারছে না। একের পর এক নাটকীয়তা, পালাবদল আর অন্তর্দ্বন্দ্বের মধ্যে এবার ফাঁস হলো নতুন এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের খবর! অভিযোগ উঠেছে—দেশের প্রভাবশালী 'খান' পরিবার গভীরভাবে জড়িত বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সরানোর পরিকল্পনায়।


বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাবেক বিসিবি পরিচালক ও প্রভাবশালী এক 'খান' পরিবারের সদস্যের নেতৃত্বে বোর্ডের ভেতর থেকেই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এর উদ্দেশ্য একটাই—নতুন সভাপতির সংস্কারমূলক পদক্ষেপ থামিয়ে দিয়ে আবারও বোর্ডের পুরনো প্রভাব ফিরিয়ে আনা।


বুলবুল যেভাবে ক্রিকেটারদের স্বার্থে কাজ শুরু করেছেন, বিশেষ করে সাকিব আল হাসানসহ সিনিয়র ক্রিকেটারদের বোর্ডে সম্পৃক্ত করার পদক্ষেপ নিয়েছেন, তা অনেকেরই রোষানলে পড়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে আকরাম খান ও ফারুক আহমেদ ঘনিষ্ঠ মহল এই পরিবর্তনের বিরোধিতা করে আসছিল দীর্ঘদিন।


সূত্রটি আরও জানায়, "বুলবুল ভাই বিসিবিতে ঢুকেই কিছু সুবিধাভোগী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হন। এখন সেই গোষ্ঠীই তার পদচ্যুতি চায়। তারা নানাভাবে বোর্ডের অভ্যন্তরীণ বৈঠকে বিভ্রান্তি তৈরি করছে।"


বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিসিবি। তবে ক্রীড়াঙ্গনে এই খবরে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের একটাই দাবি—"ক্রিকেটার বুলবুল নয়, এখন দেশের ক্রিকেটকে বাঁচাতে চাই প্রশাসক বুলবুলকেই।"


এই ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশের ক্রিকেটে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। ভবিষ্যতে এর পরিণতি কী হয়, তা জানতে আগ্রহী দেশের ক্রিকেটপ্রেমীরা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে