ম্যাচ শেষে যে কারনে সর্যি বলেন রাকিব হোসেন
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন হাজারো দর্শক। টিভি পর্দায় চোখ রেখেছিলেন কোটি ফুটবলপ্রেমী। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ফল দেখে তারা হতাশ হয়েছেন বটে। তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লড়াকু খেলা দেশের ফুটবল অনুরাগীদের নিশ্চয়ই কিছুটা হলেও তৃপ্তির অনুভূতি দিয়েছে।
ট্যাঁয় দর্শক দের এই আনুভুতি বুজে ম্যাচ শেষে রাকিব হোসেন বলেন
❝ আসলে এটা আমরা আশা করি নাই, আমি সর্যি বলতে চাই তাদেরকে যারা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদেরকে পুরো ৯০ মিনিট সাপোর্ট দিয়েছেন। আমাদের জন্য গলা ফাটিয়েছেন। আমি আবারো আমাদের দর্শকদের কাছে সর্যি বলতে চাই, তাদের জন্য আজ যা করা দরকার ছিল তা আমরা করতে পারি নি। আশা করি আমরা সামনের ম্যাচে কামব্যাক করবো। এবং আজকের মতো সবাই আমাদেরকে সাপোর্ট করবে।
Comments
Post a Comment