সবাইকে চ্যালেঞ্জ দিয়ে বিসিবিতে মাশরাফিকে যে পদে দায়িত্ব দিচ্ছে বুলবুল

 


বাংলাদেশ ক্রিকেটে আরও একটি বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে! বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবার সরাসরি ক্রিকেট প্রশাসনে আনতে চাইছেন জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। গুঞ্জন সত্যি হলে, ক্রিকেট অঙ্গনে বুলবুল-মাশরাফির যুগলবন্দী দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা।


বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল মাশরাফিকে বিসিবির পরামর্শক অথবা ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকায় নিয়ে আসার কথা ভাবছেন। এর মূল উদ্দেশ্য হলো জাতীয় দলের ভেতরের শৃঙ্খলা, নেতৃত্ব ও খেলার মান বৃদ্ধি করা।


বোর্ডের এক ঘনিষ্ঠ কর্মকর্তা এই বিষয়ে মন্তব্য করেছেন, "মাশরাফি শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন প্রমাণিত নেতা। তাকে বোর্ডে আনলে পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতা বাড়বে।"


যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট সম্ভবত দুই কিংবদন্তিকে একসাথে পাচ্ছে। এটি কি বাংলাদেশের ক্রিকেটে একটি নতুন স্বর্ণযুগের সূচনা করবে? এই প্রশ্ন এখন ক্রিকেট মহলে ঘুরপাক খাচ্ছে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে