বিসিবি সভাপতি বুলবুলের কাছে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে যে খোলা বার্তা পাঠালেন সাকিব

 


"প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে যতগুলো বিশ্বকাপ হয়েছে, সবকটিতেই অংশ নিতে পেরেছি। এটা আমার জন্য দারুণ গর্বের ও আনন্দের বিষয়। একইসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা বিশাল এক ভালো লাগার জায়গা।"


– সাকিব আল হাসান আরও বলেন,

"আমি আর রোহিত শর্মা সম্ভবত একমাত্র দুই ক্রিকেটার যারা প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছি। আশা করি, সামনে আরও একটি বিশ্বকাপে অংশ নিতে পারব।"


স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম আর দেশের প্রতি দায়বদ্ধতা—এই তিনটি গুণেই গড়ে ওঠে একজন সত্যিকারের কিংবদন্তি।


সাকিব আল হাসান সেই বিরল ক্রিকেটার, যিনি বাংলাদেশের হয়ে প্রতিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।


"স্বপ্ন, পরিশ্রম আর জাতির প্রতি দায়বদ্ধতা—এই তিনেই গড়ে ওঠে একজন সত্যিকারের কিংবদন্তি।  সাকিব আল হাসান, যিনি দেশের হয়ে খেলেছেন প্রতিটি বিশ্বকাপে, আজও বুকভরা গর্ব নিয়ে বলেন—'আমি আরেকটা বিশ্বকাপ খেলতে চাই। গর্বিত আমরা, কারণ আমাদের কাছে আছে এমন এক অনুপ্রেরণা!"।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে