যে কারনে জাতীয় দলে ফেরা হয়নি দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার জিকোর
সময়ের পরিক্রমায় দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো এখন বাংলাদেশ দলের তৃতীয় গোলরক্ষক।
গত বছর নিষিদ্ধ হওয়া কয়েকজন ফুটবলার জাতীয় দল থেকে বাদ পড়ছিলেন। ২-১ জন ফিরছেন খুশি হইছি, বাট দেশের সেরা গোল কিপার জিকোর কি এমন আলাদা দোষ?
জিকোকে কেন ফেরানো হয় নাই। জিকোর থেকে ভালো কে আছেন? গত বছর টুর্নামেন্ট না জিতেও দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার জিকো!
Comments
Post a Comment