বুমরাহ, সাউদিদের টপকে আন্তর্জাতিক টি২০ তে ১ম স্থানে উঠলেন মুস্তাফিজ

 

ডেথ ওভারে ডট বলের রাজা যেন মুস্তাফিজুর রহমান। এ মুহূর্তে বিশ্বের সেরা তিনিই; তার আশেপাশেও নেই হারিস রউফ বা জাসপ্রিত বুমরাহর মতো বোলার। এদিকে ডেথ ওভারের উইকেটে শুধু টিম সাউদিকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা।

আইপিএলে উড়াল দেওয়ার আগে ১৭ মে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিয়েছেন কাটার মাস্টার। শারজার উইকেটে ছিলেন মিরপুরের উইকেটের ফিজের মতোই অপ্রতিরোধ্য। স্বাগতিক ব্যাটাররা নিজেদের উঠোনেও বুঝতে পারেননি ফিজের কারিশমা। পারবেনই বা কীভাবে, পরিসংখ্যানই যে বলছে ডেথ ওভারে মুস্তাফিজ বিশ্বের সেরা।

ডেথ ওভারে যেখানে প্রতিটি বলেই বাউন্ডারি হাঁকাতে চান ব্যাটাররা, সে জায়গায় মুস্তাফিজ আদায় করে নেন একের পর এক ডট বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে মুস্তাফিজের ডট বলের সংখ্যা এখন কাঁটায় কাঁটায় ৩০০। আর কারও আড়াইশ ডট বলের কীর্তিও এখনও হয়নি। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান, তার ডট বল ২৪১টি। এছাড়া টিম সাউদি, হারিস রউফ ও জাসপ্রিত বুমরাহর ডেথ ওভারে ডট বল যথাক্রমে ২৪০, ২২২ ও ২০৮টি।

এদিকে ডেথ ওভারে উইকেট শিকারের দিক দিয়ে মুস্তাফিজ বিশ্বসেরা হওয়ার অপেক্ষায়। ১২৬টি টি-টোয়েন্টি খেলে ডেথ ওভারে ৬৫টি উইকেট শিকার করে সবার ওপরে টিম সাউদি। সাউদির চেয়ে ১৯টি ম্যাচ কম খেলেই ডেথ ওভারে ফিজের উইকেট ৬৩টি, অর্থাৎ আর দুটি উইকেট পেলেই তিনি বনে যাবেন বিশ্বসেরা, তিনটি উইকেট পেলে ছাড়িয়ে যাবেন সাউদিকে।

তৃতীয় স্থানে আছেন ক্রিস জর্ডান, তার উইকেট ৬১টি। লাসিথ মালিঙ্গা অবসরের আগে ডেথ ওভারের উইকেট ছিল ৫৭টি। ৫৬ উইকেটে পঞ্চম স্থানে হারিস রউফ। শীর্ষ পাঁচে নেই ভারতের জাসপ্রিত বুমরাহ, যাকে অনেকেই ডেথ ওভার স্পেশালিস্ট আখ্যা দিয়ে থাকেন।

মুস্তাফিজের এই কারিশমার জন্যই তাকে হন্তদন্ত হয়ে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই তাই কাটার মাস্টার ছুটছেন ভারতে। শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিজ থাকবেন না বাংলাদেশের জার্সিতে, বিষয়টি লিটন দাসের দলের জন্য একটু দুশ্চিন্তার বিষয়ই বটে। প্রথম ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে জোড়া উইকেট শিকার করে তিনি বিছিয়ে দেন জয়ের গালিচা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল

৩০০ - মুস্তাফিজ

২৪১ - ক্রিস জর্ডান

২৪০ - টিম সাউদি

২২২ - হারিস রউফ

২০৮ - জাসপ্রিত বুমরাহ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেট

৬৫ - টিম সাউদি

৬৩ - মুস্তাফিজুর রহমান

৬১ - ক্রিস জর্ডান

৫৭ - লাসিথ মালিঙ্গা

৫৬ - হারিস রউফ


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে