ফারুক অযোগ্য বলে, বিসিবির দায়িত্বে যাকে দিতে চান তামিম ইকবাল

 


চলতি বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। এর আগেই বোর্ড পরিচালনায় যোগ্য ব্যক্তিদের গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তামিম বলেন, "যারা ক্রিকেট বোঝে, স্বপ্ন দেখেন দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার— এমন ব্যক্তিদেরই বিসিবির দায়িত্বে আসা উচিত।" তিনি চান, জেলা ও বিভাগীয় পর্যায়ের উন্নয়নে যাঁরা সত্যিকারের কাজ করতে পারবেন, তাদেরই নির্বাচিত করা হোক।

অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে তামিম ক্ষোভ প্রকাশ করে বলেন, "অনেক সময়ই দেখি, কেউ বোর্ডে আসার পর নিজের জেলা বা বিভাগকে ভুলে যান। অথচ স্থানীয় পর্যায়ে উন্নয়ন ছাড়া জাতীয় ক্রিকেটে স্থায়িত্ব আসবে না।"

বরিশালের উদাহরণ টেনে তামিম বলেন, "সাম্প্রতিক সফরে এমন জেলায় গেছি, যেখানে ভালো মানের লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা বলি, ক্রিকেটই দেশের সবচেয়ে বড় খেলা!"

বোর্ডে আসতে হলে নিজের এলাকার ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মন্তব্য করেন তামিম। তার ভাষায়, "যদি কেউ নিজের জেলার ক্রিকেটে উন্নয়ন না করে, তাহলে তার বিসিবিতে আসার দরকার নেই।"

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে