ভারত–পাকিস্তান যুদ্ধবিরতি: যেদিন থেকে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে গতকাল। এই গুরুত্বপূর্ণ উন্নয়নের পর এবার নজর ক্রিকেটপ্রেমীদের প্রিয় দুই আসর—আইপিএল ও পিএসএল—আবার কবে মাঠে গড়াবে, সে প্রশ্নে।
ক্রিকেটবিষয়ক বিশ্বস্ত ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্যমতে, আইপিএল পুনরায় শুরু হতে পারে ১৫ মে থেকে। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ফেরানোর উদ্যোগ শুরু করেছে।
অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ব্যাপারে প্রস্তুতি শুরু হলেও সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, পিএসএলের বাকি আটটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে অস্থায়ীভাবে রাখার পরিকল্পনা করা হয়েছে, আর স্থানীয়দের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন,
"যুদ্ধ থেমে গেছে। এখন নতুন বাস্তবতায় বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল ১১ মে রোববার আলোচনায় বসবে। সেখানেই সিদ্ধান্ত হবে আইপিএল পুনরায় শুরুর সবচেয়ে উপযুক্ত সময় কবে।"
উল্লেখ্য, ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি বাতিল হওয়ার পর টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়। যদি ১৫ মে থেকে খেলা ফের শুরু হয়, তবে ঠিক এক সপ্তাহের বিরতি নিয়েই আইপিএল আবার মাঠে গড়াবে।
বিদেশি খেলোয়াড়দের ফিরে পাওয়া নিয়েও রয়েছে প্রশ্ন। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ৯ ও ১০ মে’র মধ্যে বেশির ভাগ বিদেশি খেলোয়াড় ভারতে ছেড়ে গেছেন। যাঁরা পথে আছেন, তাঁদের সাময়িকভাবে থেমে থাকতে বলা হয়েছে। কিছু কোচ ও স্টাফ ফেরার সিদ্ধান্তও পরিবর্তন করেছেন।
গুজরাট টাইটানস তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ তাদের মাত্র দুজন বিদেশি খেলোয়াড় (জস বাটলার ও জেরাল্ড কোটজি) দেশ ছেড়েছেন। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে তাদের ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে।
তবে ২৫ মে’র পর টুর্নামেন্ট পুনরায় শুরু হলে বিদেশি খেলোয়াড়দের পাওয়া কঠিন হতে পারে, কারণ অনেকের তখন দ্বিপক্ষীয় সিরিজ রয়েছে। পাশাপাশি ১১ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের অনেকে আইপিএলে ফিরবেন না, জানিয়েছে দ্য সিডনি মর্নিং হেরাল্ড।
বর্তমানে আইপিএলে ৫৭টি ম্যাচ শেষ হয়েছে, আর ৮ মে’র ৫৮তম ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে গেছে—যেটি পুনরায় হবে কি না, তা এখনও পরিষ্কার নয়।
এই অবস্থায় ১২টি লিগ ম্যাচ ও ৪টি প্লে-অফ ম্যাচ বাকি রয়েছে। সম্ভাব্য নতুন ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে দক্ষিণ ভারতের তিন শহর—বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ।
প্লে-অফের দৌড়ে এখনো টিকে আছে সাতটি দল, বাদ পড়েছে কেবল চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।
Comments
Post a Comment