রিশাদ-নাহিদ রানা, টিম হোটেলের নিরাপত্তা সংকটে হা'মলাস্থল থেকে ১২৫ কি.মি. দূরে
ভারত-পাকিস্তান সীমান্তে সম্প্রতি উত্তেজনা থেকে সরাসরি সংঘর্ষে রূপ নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার—নাহিদ রানা ও রিশাদ হোসেন—নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাস্থল থেকে মাত্র ১২৫ কিলোমিটার দূরে অবস্থান করছেন তারা।
এই প্রেক্ষাপটে বুধবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
“গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিসিবি সার্বক্ষণিক নজর রাখছে। পিএসএলে অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
বিসিবি জানায়, রিশাদ ও নাহিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং বিসিবি সভাপতি ফরুক আহমেদ বিষয়টি নিজে তদারকি করছেন। পিএসএলের সিইও সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেও আশ্বস্ত করেছেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিসিবি। এ প্রসঙ্গে বোর্ড তাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বিসিবি দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে নজরদারি অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে।
Comments
Post a Comment