র্যাব ও পুলিশ কে নিয়ে যে সিধান্ত নিল স্বরাষ্ট্র উপদেষ্টা
র্যাব পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পুলিশের কাছ থেকে মারণাস্ত্র প্রত্যাহার করা হবে—এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। এসব অস্ত্র তাদের জমা দিতে হবে।’ তিনি আরও বলেন, শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের কাছেই অস্ত্র থাকবে, কারণ তাদের কাজ সাধারণ পুলিশের চেয়ে ভিন্ন ধরনের।
র্যাব প্রসঙ্গে উপদেষ্টা জানান, বাহিনীটিকে পুনর্গঠন করা হবে এবং এ বিষয়ে ইতোমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদাবাজি ঠেকাতে তিনি জানান, ‘প্রতি কোরবানির হাটে ১০০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।’
Comments
Post a Comment