দেশেই খোঁজ মিললো পাপনের,যেকোনো সমায় গ্রে‘ফ‘তা‘র হতে পারে সাবেক বিসিবি বস
কিশোরগঞ্জ-০৬ (ভৈরব-কুলিয়ারচর) এবং কিশোরগঞ্জ সদরসহ একাধিক থানায় জুলাই আন্দোলনের সহিংসতা নিয়ে দায়ের হওয়া মামলাগুলোতে আসামির তালিকায় নাম রয়েছে সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের। তিনি পতিত সরকার প্রধান শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ে থাকা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে।
তবে মামলার তালিকায় নাম থাকলেও, দীর্ঘ সময়েও গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছেন পাপন। এ নিয়ে প্রশাসন এবং রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সরকার পতনের আগেই পাপন সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। তবে আরেকটি সূত্র বলছে, তিনি পরে দেশে ফিরে এসে এখন সপরিবারে আত্মগোপনে রয়েছেন।
বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও, তার গ্রেফতার হতে পারেন যে কোনো সময়—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে পাপনের অবস্থান ও আইনি ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে।
Comments
Post a Comment