সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ, খেলতে হলে যা করতে হবে
বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে বড় এক পরিবর্তনের যুগ। দীর্ঘ দেড় দশক ধরে জাতীয় দলের ভরসা হয়ে থাকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ২০২৫ সালের মধ্যেই অবসরে যাচ্ছেন—এরমধ্যে মুশফিক কেবল টেস্টে সক্রিয়। অন্যদিকে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা, নতুন বাংলাদেশ দলে তাঁর জায়গা হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই পালাবদল দলের পারফরম্যান্সে ফেলেছে স্পষ্ট প্রভাব। ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে নেমে এসেছে দশম স্থানে। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, চার রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে টাইগাররা—যা জন্ম দিয়েছে আরও বড় এক শঙ্কার।
‘উইজডেন’-এর তথ্য বলছে, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে (আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া)। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটে থেকেই বিশ্বকাপে যায়, তাহলে নবম দলও পাবে সরাসরি সুযোগ।
বর্তমানে দশম স্থানে থাকা বাংলাদেশ সরাসরি অংশগ্রহণের বাইরে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক দুশ্চিন্তা—আগামী দুই বছরে ওয়ানডে ম্যাচই কমে আসছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ওয়ানডে ম্যাচের সংখ্যা আরও কমতে পারে। ইতিমধ্যেই পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে ওয়ানডে, খেলা হবে কেবল টি-টোয়েন্টি।
তবে আইসিসির ভবিষ্যৎ সূচি (FTP) অনুযায়ী, ২০২৭ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের সামনে রয়েছে ২৯টি ওয়ানডে খেলার সুযোগ। এর মধ্যে ৮টি ম্যাচ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে। বাকি ২১টি ম্যাচে প্রতিপক্ষ—অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ—যাঁদের বিপক্ষে জয় পাওয়া সহজ নয়।
এই কঠিন চ্যালেঞ্জগুলোর সামনে নিজেদের মেলে ধরতে না পারলে বাংলাদেশকে পড়তে হতে পারে বাছাইপর্বের ফাঁদে। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকলে আরও নেমে যেতে পারে র্যাঙ্কিং—যা সরাসরি অংশগ্রহণের স্বপ্নটাকে করে তুলবে আরও কঠিন।
উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আফ্রিকা মহাদেশে—দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাটিতে। এবারের আসরে অংশ নেবে মোট ১৪টি দল। তবে সেখানে থাকতে হলে, টাইগারদের এখন থেকেই শুরু করতে হবে পুনর্গঠনের লড়াই।
Comments
Post a Comment