ওপেনিংয়ে টাইগারদের কান্ডারি হতে যাচ্ছেন এই ব্যাটার, ৫ ম্যাচ দিয়েই গড়েছে নতুন ইতিহাস

 


লঙ্কান যুবাদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়েই শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচে একদম ভিন্ন চেহারায় দেখা মেলে জুনিয়র টাইগারদের। সেই ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন ওপেনার জাওয়াদ আবরার।

তৃতীয় ম্যাচেও ভালো শুরু করেন জাওয়াদ, তবে থামেন ৩৮ রানে। সেদিন দলের দায়িত্ব নেন অধিনায়ক তামিম। ব্যাট হাতে খেলেন ৬৭ রানের ইনিংস, সঙ্গে নেন ২টি উইকেট।

চতুর্থ ম্যাচে আবারো আলো ছড়ান জাওয়াদ। শ্রীলঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে আরেকটি সেঞ্চুরি করেন তিনি, যার কল্যাণে বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ম্যাচে শতক হাঁকিয়ে ম্যাচসেরা হন দুবারই।

গতকাল সিরিজ শেষে একসঙ্গে সব ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সেখানে দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে ম্যাচসেরা হওয়ায় দুটি পুরস্কার জেতেন জাওয়াদ আবরার।

পুরো সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। ৬ ইনিংসে ব্যাট করে ৬০ গড়ে করেছেন ৩০২ রান, যার মধ্যে রয়েছে দুটি ম্যাচজয়ী সেঞ্চুরি। জাওয়াদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে তাকে সিরিজ সেরা নির্বাচিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

সার্বিকভাবে সিরিজের ৬টি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ৩টিই উঠেছে জাওয়াদের হাতে—যা তার ধারাবাহিকতা ও প্রভাবেরই প্রমাণ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে